একবিংশ শতাব্দীতেও পয়লা বৈশাখের দিন ব্যবসায়ী, পুরোহিত ও আমজনতার মধ্যে অটুট ছিল সেই রীতিপালন। দূরত্ব রেখেই পালন হল বাঙালির জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটি। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
পুজোর থালা এবং সঙ্গে এক জোড়া লক্ষ্মী-গণেশ, পয়লা বৈশাখে এ যেন এক অতিপরিচিত ছবি। এবার অবশ্য সঙ্গে যুক্ত হয়েছে মাস্ক। করোনা গেরো নিয়েই বছর শুরু। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
মন্দিরে মন্দিরে ভিড় হলেও সেই চেনা নববর্ষের ছবি কোথাও যেন 'মিসিং'। সৌজন্য অবশ্যই রাজ্যে করোনার বাড়বাড়ন্ত। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
নতুন বছরে যেন একটাই প্রার্থনা পুরাতন গ্লানি, ব্যর্থতা, বিষাদ ঘুচে গিয়ে, নতুন প্রভাত আসুক সকলের জীবনে। শুভ হোক ১৪২৮। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ