
এ মেলা সে মেলা নয়, তবুও যেন মেলায় মেলায় মিল অনেকদুর। চিরাচরিত মেলা থেকে এর চেহারা একদমই আলাদা। এখানে ঢুকলেই দেখা মিলবে, হরেক কিসমের সন্নাসী। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
হিমালয় হিমাবহ থেকে কন্যাকুমারী সমুদ্র সিঞ্চন করে উঠে আসা সাধুসন্তরা ঘাটি গাড়েন বাবুঘাটে। প্রতি বছরই সাগরমেলার আগে এখানে এনারা চলে আসেন। ঝোলায় পুরে সঙ্গে আনেন পুজোর নানা উপাচার। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
কেউ তান্ত্রিক, কেউ বৈষ্ণব সন্ন্যাসী, কেউ বা আবার নাগা সন্নাস্যী। বাতাসে ভুরভুর করতে থাকে যজ্ঞের ধোঁয়া, সঙ্গে গাঁজার গন্ধ। ছোট ছোট ছাউনিগুলিতে রীতিমত,’সংসার’ পাতেন এই সন্ন্যাসীরা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
বাংলার মানুষ পুণ্য অর্জনের জন্য যে কী কী পথ অবলম্বন করে, তার একটা বড় প্রমাণ মেলে মকর সংক্রান্তি তিথিতে। কলকাতার বাবুঘাটে ট্রানজিট শিবিরে তার আগে জমা হন অসংখ্য পুণ্যার্থী। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
গঙ্গাসাগরে যাওয়ার আগে এটাই ঘরবাড়ি। শীতের কলকাতায় বাড়তি আকর্ষণ থাকে বাবুঘাটে গঙ্গাসাগরের জন্য বসা মেলা। দেশ বিদেশ থেকে আসা সাধু এসে তৈরি করেন আখড়া। সেখানে সারাদিন ধরে জ্বালানো হয় অগ্নিকুন্ড। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
আর তা দেখতেই ভিড় জমান ভক্তরা। গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য ভক্তরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ভিড় করেন বাবুঘাটে। দীর্ঘদিন ধরে সেখানে চলে আসছে ক্যাম্প। যা কার্যত একটা ছোট গঙ্গাসাগর মেলার চেহারা নেয়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
সারা ভারত থেকে আসা পুণ্যার্থীদের সঙ্গে সাধুরাও খানিক জিরিয়ে নেন বাবুঘাটের ক্যাম্পে। ভক্ত সমাগম,আর ভিড় লেগে থাকে আলোকচিত্রীদের। কতশত চেহেরায় ভরে যায় তা হিসেব কষে বলা মুশকিল। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
পাটনা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নেপাল আরও নানা জায়গা থেকে মানুষ জাতি ধর্ম নির্বিশেষ গঙ্গা স্নানে আসেন। গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজ়িট শিবির হয়ে ওঠে নানা ধর্মাবলম্বী মানুষের আশ্রয়। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
গঙ্গাসাগরের আনাচে কানাচেও ঘুড়ে বেড়ায় নানান মুখ। পৌষ মাস বাংলায় ফসল ঘরে তোলার সময়। পৌষ সংক্রান্তি উপলক্ষে সে কারণেই এত মেলার আয়োজন এই বাংলায়, যা একই সঙ্গে বাণিজ্যিক ও সামাজিক সম্মিলন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
অনেকে বিশ্বাস করেন গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তিলাভ করে। আর সাধুসঙ্গ লাভে পূর্ণ অর্জন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
ধর্ম, বর্ণ, ধনী-দরিদ্র নির্বিশেষে শুক্রবার সকলে একসঙ্গে একই সাগরে ডুব দেন। তাই বলা হয়, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ডুব দেওয়ার কলকাতার বাবুঘাট হয়ে যায় ‘মিনি ভারতবর্ষ’। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
অতিমারিতেও ভক্তসমাগমে কোনওরকম ভাটা পরেনি। কারণ প্রবাদ আছে সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ