মঙ্গলবার থেকে আলু সরবরাহ বন্ধ
মঙ্গলবার থেকে গোটা রাজ্যে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশন। ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে কোনও বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলুর গাড়ি।
আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের বৈঠক
এই নিয়ে গত বৃহস্পতিবার এবং শনিবার তারকেশ্বরে আলু ব্যবসায়ী সমিতি ভবনে বৈঠকে বসে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন।
পাতে পড়বে না আলু?
বৈঠকে আগামী মঙ্গলবার থেকে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলুর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, সম্প্রতি নবান্নে আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তার পরই ২৩ নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না।
আলু ব্যবসায়ীদের অভিযোগ
বৈঠকে ঠিক হয়, ২৬ টাকা দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু রফতানিতে কোনও বিজ্ঞপ্তি ছাড়াই সরকার নিষেধাজ্ঞা জারি করেছে
আটকানো হচ্ছে আলুর রফতানি
কোনও নির্দেশিকা ছাড়াই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে, অনৈতিকভাবে জরিমানা করা হচ্ছে।
ফের দাম বাড়বে আলুর?
আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা মঙ্গলবার থেকে কার্যকর হলে রাজ্যে প্রত্যেক বাজারে আলুর জোগানে ঘাটতি দেখা দেবে। ফের নতুন করে আলুর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।