New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/PP-02-BJP-BRIGADE-07.jpg)
ছবি : পার্থ পাল
মাঠ জুড়ে মোট ১৮টি অ্যালুমিনিয়াম হ্যাঙ্গার টানানো হয়েছে। প্রবল গরমে সভায় আগত শ্রোতাদের ছায়ায় বসার ব্যবস্থা করতেই এই উদ্যোগ। হ্যাঙ্গার দিয়ে ঢাকা হবে ময়দানের ২৫ লক্ষ বর্গফুট। এ জন্য গেরুয়া তহবিল থেকে আনুমানিক ২০ লক্ষ টাকা খরচ হয়েছে।
ছবি : পার্থ পাল