New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers.jpg)
জানান ২০১০ সালে এনসিটিই গাইডলাইন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের যোগ্যতামান উচ্চমাধ্যমিক করা হয়। কিন্তু বেতন দেওয়া হয় সেই পুরনো মাধ্যমিক মানেই। এমনকি মাদ্রাসার শিক্ষকরাও তাদের থেকে বেশী বেতন পায়, দাবি বিক্ষোভকারীদের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3251.jpg)
যাদের থাকার কথা ছিল ক্লাস রুমে তারা আজ রাস্তায়। আজ নিয়ে সাত দিন হয়ে গেল পিআরটি স্কেলের দাবিতে বিকাশ ভবনের সামনে আমরণ অনশনে প্রাথমিক শিক্ষকরা। এখনও পর্যন্ত ২০ জন শিক্ষক এই অনশনে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি। অনশনরত শিক্ষকদের দাবি স্বচ্ছ এবং সঠিক বেতনকাঠামো। ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের তুলনায় এ বাংলায় প্রাথমিক শিক্ষকদের বেতন প্রায় অর্ধেক। বেতন-বৃদ্ধি ও তাঁদের আরও বহু দাবির ন্যায্যতা মেনেও সরকার সুরাহার কোনও ব্যবস্থা না-করাতেই আন্দোলনের পথে প্রাথমিক শিক্ষকরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3386.jpg)
এই আন্দোলনে এই রাজ্যের প্রায় আড়াই হাজার শিক্ষক অংশ নিয়েছেন। অনশনকারীদের মধ্যে অনেকে জানিয়েছেন বর্তমানে প্রাথমিক শিক্ষকদের মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় বেতন দেওয়া হয়। যার পে-ব্যান্ড-২। কিন্তু অন্যান্য রাজ্যে ও কেন্দ্রে দেওয়া হয় পে-ব্যান্ড-৪। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3614.jpg)
জানান ২০১০ সালে এনসিটিই গাইডলাইন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের যোগ্যতামান উচ্চমাধ্যমিক করা হয়। কিন্তু বেতন দেওয়া হয় সেই পুরনো মাধ্যমিক মানেই। এমনকি মাদ্রাসার শিক্ষকরাও তাদের থেকে বেশী বেতন পায়, দাবি বিক্ষোভকারীদের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3527.jpg)
বর্তমানে প্রাথমিকে বেতন কাঠামো ৫,৪০০-২৫,২০০। গ্রেড পে-২,৩০০/২,৬০০। অন্যান্য রাজ্যের তুলনায় যা অনেক কম। আর এই বেতন বৈষম্য দূর করতেই প্রাথমিক শিক্ষকরা মূলত অনশনে বসেছেন। তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3404.jpg)
ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3408.jpg)
এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3560.jpg)
এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3425.jpg)
শিক্ষামন্ত্রী জানান প্রাথমিক শিক্ষকরা যারা বেতনের গ্রেড নিয়ে আন্দোলন করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন ভবনের সামনে অবস্থান করা শিক্ষকদের ক্ষেত্রে কড়া মনোভাব দেখানো হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3438.jpg)
এই শিক্ষকরা ছুটি না নিয়ে এসে অবস্থান করে থাকলে তাঁদের বেতন কাটা যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। শিক্ষা দপ্তর যদি আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে শিক্ষকদের তরফে চূড়ান্ত আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3479.jpg)
আন্দোলনকারী শিক্ষকদের তরফ থেকে জানানো তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে লড়াই করছেন। তারা সকলে তাদের প্রাপ্য ছুটির দিন মঞ্জুর করে এই আন্দোলন করছেন। তাদের অভিযোগ রাজ্যে সরকার তাঁদের আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্যেই তাঁদের বিরুদ্ধে ভুল অভিযোগ করেছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3537.jpg)
খোলা আকাশের নীচে রাস্তার উপর ত্রিপল পেতে বসে শিক্ষকরা সাত দিন কাটিয়ে দিয়েছেন। শৌচালয় থেকে প্রয়োজনীয় পানীয় জল না পেয়ে সমস্যা পড়েছেন শিক্ষিকারা। যদিও তারা এই সমস্যা গুরত্ব দিতে নরাজ। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3550.jpg)
উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা পৃথা বিশ্বাস জানিয়েছেন, "আমাদের ১৪ জন সহকর্মী শিক্ষকের অনৈতিক বদলি ও আলোচনা সাপেক্ষে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য বৈষম্য দূর করতে হবে আমরা রাতভর ধর্না দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দু’টি দাবি একই সঙ্গে শিক্ষা দপ্তর মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো, আমরণ অনশন করব। শিক্ষকদের অনুরোধ করবো, আপনারা আসুন।" এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3585.jpg)
পৃথা আরও জানান, শিক্ষামন্ত্রীর কথায় তারা আগের বার আন্দোলনের পথ থেকে সরে এসেছিলাম। মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বেতন কাঠামোয় কোনও বৈষম্য থাকবে না। কিন্তু ১৫ দিনের সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পরেও কোনও বদল না আসায় আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলি। তাঁকে জানাই আমরা আবার অনশনে নামব। তার পরেও কোনও হেলদোল নেই তাঁর। "এই শিক্ষামন্ত্রীর উপর আমাদের আর ভরসা নেই। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই।"-বলেন তিনি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3541.jpg)
পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস মিটে গেলে কলকাতার নজরুল মঞ্চে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করে নতুন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। একই সঙ্গে তিনি বিস্মিত হয়ে প্রশ্ন তোলেন, "আলোচনার পথে না হেঁটে এ ভাবে রাস্তায় পড়ে থেকে শিক্ষকরা কি পাচ্ছেন?" এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/Teachers-inner-Express-Photo-Shashi-GhoshTeacher-3503.jpg)
যদিও শিক্ষামন্ত্রীর এরকম আশ্বাসকে তারা গুরত্ব দিচ্ছেনা। যতদিন পর্যন্ত সরকার খাতায় কলমে সব দাবি মেনে না নেয় তবে তারা অনশন চালিয়ে যাবেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us