Advertisment

ভুখা পেটে রাস্তায় সাতদিন শিক্ষকরা, উদাসীন সরকার

.পিআরটি স্কেল আদায়ের দাবিতে গত শনিবার থেকে বিকাশ ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০ জন সদস্য। শিক্ষকদের এই অন্দোলন সমর্থন করে অনৈতিক ও অমানবিকভাবে ১৪ জন শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে। এই ঘটনারও প্রতিবাদ করছেন আন্দোলনকারীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
প্রাথমিক শিক্ষক, Teacher, শিক্ষকদের অনশন, primary teacher, বেতন বৃদ্ধি, pay scale hike, পার্থ চট্টোপাধ্যায়, Partha Chatterjee, পশ্চিমবঙ্গ, west bengal

জানান ২০১০ সালে এনসিটিই গাইডলাইন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের যোগ্যতামান উচ্চমাধ্যমিক করা হয়। কিন্তু বেতন দেওয়া হয় সেই পুরনো মাধ্যমিক মানেই। এমনকি মাদ্রাসার শিক্ষকরাও তাদের থেকে বেশী বেতন পায়, দাবি বিক্ষোভকারীদের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ

kolkata
Advertisment