Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি সাঁতরাগাছিতে, একই ছবিতে হাওড়া ব্রিজেও। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের শুরুতেই তুমুল উত্তেজনাকর পরিস্থিতি সাঁতরাগাছি-হাওড়ায়। আগে থেকেই রাস্তায় ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। এদিন সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগোনর চেষ্টা শুরু হতেই পাল্টা বাধা বিশাল সংখ্যক পুলিশবাহিনীর। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা পুলিশের। জলকামান ব্যাবহার করে আন্দোলনাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা।
এদিন সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছোড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। উত্তেজিত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। লাঠি উঁচিয়ে আন্দোলনকারীদের তেড়ে যায় পুলিশ। বিভিন্ন জায়গায় থাকা গার্ডরেল ভাঙার চেষ্টা শুরু হতেই কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। কয়েকজন ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা শ'য়ে-শ'য়ে পুলিশকর্মীদের।
সাঁতরাগাছিতে মিছিল আটকাতে আগে থেকে এদিন আগে থেকে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড কার্যত উপড়ে ফেলে দেয় আন্দোলনকারীরা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ বাধা দিতেই তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় পুলিশ। পর্যাপ্ত পরিমাণে রাফ, কমব্যাট ফোর্স মোতায়েন এলাকায়।
সাঁতরাগাছি রাস্তায় বসে পড়ে পড়ে বিক্ষোভ। অন্যদিকে, একইভাবে হাওড়া ব্রিজের উপরেও চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্রিজের উপরে ব্যারিকেড করে রাখা হয়। সেই ১০ ফুট উঁচু ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। জাতীয় পতাকা হাতে ওঠে স্লোগান। জলকামান ব্যাবহার করে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা পুলিশের।