বিচারের দাবিতে মিছিল
নজরুল স্মরণে আরজি কর কাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে কলকাতার রাজপথে বিশাল মিছিল মহিলাদের। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
এক দেশ, এক স্বর
মহিলাদের হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা এক দেশ, এক স্বর, Justice for RG Kar। বিভিন্ন পেশার মহিলারা এদিন এই মিছিল বের করেন। এক্সপ্রেস ফটো-পার্থ পাল
জাস্টিস ফর আরজি কর
কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে বিভিন্ন সংগঠনের মহিলারা যোগ দেন। মিছিল থেকে ওঠে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবি। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
অঙ্গীকার যাত্রা
কাজী নজরুল ইসলাম স্মরণ দিবসে এই মিছিলের আয়োজন করেন বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলারা। তাঁরা এই মিছিলের নাম দেন অঙ্গীকার যাত্রা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
জাগো নারী, জাগো বহ্নিশিখা
মিছিলের অগ্রভাগে ছিলেন সমাজকর্মী, লেখিকা, প্রাক্তন ফুটবলার-সহ বিভিন্ন পেশার মহিলারা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
আরজি করের নির্যাতিতার বিচারের দাবি
গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে কর্মরত জুনিয়র চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ-খুন করা হয়। তাঁর বিচারের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বাংলা-সহ গোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
মুক্ত করো ভয়
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত মানুষও এদিনে কলকাতার রাজপথে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করেন। এক্সপ্রেস ফটো- পার্থ পাল।
প্রশাসক ধর্ষক
চুল কেটে ন্যাড়া হয়ে অভিনব প্রতিবাদ এক মহিলার। মাথায় কালো মার্কার পেন দিয়ে প্রশাসক ধর্ষক লিখে সরকারকে বার্তা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
ঘটি-বাঙাল এক স্বর
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং নির্যাতিতার বিচারের দাবিতে বৃহস্পতিবার কলকাতা রাজপথে মিছিল করেন মোহনবাদান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল