/indian-express-bangla/media/media_files/2025/08/09/rg-kar-protest-2025-08-09-12-13-10.jpg)
আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
/indian-express-bangla/media/media_files/2025/08/09/mo-2025-08-09-17-17-32.jpg)
আজ আরজি কর খুন ও ধর্ষণ কাণ্ডের বর্ষপূর্তি
আজ আরজি কর খুন ও ধর্ষণ কাণ্ডের বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে শনিবার ৯ অগাস্ট নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র রাজপথ।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/rg-kar-protest-2025-08-09-12-04-17.jpg)
এদিনের নবান্ন অভিযানের ডাক দেন আরজি করের নির্যাতিতার বাবা-মা
এদিনের নবান্ন অভিযানের ডাক দেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। আর সেই ডাকে সাড়া দিয়ে আজ নবান্নে অভিযানে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির তাবড় নেতা-নেত্রীগণ।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/rg-kar-2025-08-09-11-12-17.jpg)
এদিনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মত
এদিনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। নবান্ন অভিমূখের সবকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। কার্যত এদিন দুর্ভেদ্য দুর্গে পরিণত হয় কলকাতা।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/cats-2025-08-09-12-29-37.jpg)
আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ
বাঙালি বিদ্বেষ ইস্যু থেকে নজর ঘোরাতেই আজকের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। পাশাপাশি তিনি বলেন, 'আরজি কর আন্দোলনে রাজনীতির রঙ লাগানো হচ্ছে'। মেয়রের কথায়, ওনাদের কথাতেই সিবিআই তদন্ত করেছে। কলকাতা পুলিশ তদন্তের দায়িত্বে থাকলে অভিযুক্তের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হত।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/suvendu-pic-2025-08-09-16-19-51.jpg)
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ
নবান্ন অভিযানের একঘন্টা আগে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু। পাশাপাশি রেড রোডে, খিদিরপুরে বিরাট বিরাট কন্টেনার মোতায়েন করা হয়েছে। হাওড়া ব্রিজের উপর মোতায়েন ছিল প্রচুর পুলিশ। নবান্নমুখী সব রাস্তায় বিশাল বিশাল ব্যারিকেড। মিছিল রুখতে সক্রিয় পুলিশ। চলে ড্রোনের মাধ্যমে নজরদারি।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/cats-2025-08-09-13-58-30.jpg)
এদিনের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে
এদিনের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। বিরোধী দলনেতা দাবি করেছেন পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। বিজেপি নেতা কৌস্তভ বাগচী অভিযোগ করেন পুলিশের মারের হাত থেকে রেহাই পান নি অভয়ার বাবা-মা।
/indian-express-bangla/media/media_files/2025/08/09/suvendu-2025-08-09-13-58-08.jpg)
বিক্ষোভ শুভেন্দু অধিকারীদের
পরে অভয়ার মা অভিযোগ করেন, পুলিশের লাঠিচার্জে তিনি কপালে ও হাতে আঘাত পেয়েছেন। ভেঙে গিয়েছে শাখা পলাও। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকা হাসপাতালে। এদিন হাসপাতালে তাঁকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us