গণেশ পুজোতেও বিচারের দাবি
আরজি কর কাণ্ডে গোটা দেশ জুড়েই প্রতিবাদ, বিচারের দাবিতে আন্দোলন চলছে।
We Want Justice
তার মধ্যেই অভিনব উদ্যোগ সল্টলেকের গণেশ পুজো উদ্যোক্তাদের। প্রতিবাদের ভাষায় গণেশ বন্দনা শহরে।
সল্টলেকের বিবি ব্লকের পুজোয় প্রতিবাদ
প্রতি বছরই ঘটা করে গণেশ পুজো করে সল্টলেকের বিবি ব্লকের যুবক সংঘ। এবার তাঁরা পুজোয় আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন।
মণ্ডপে প্রতিবাদের ক্যানভাস
আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে মণ্ডপের সামনে রাখা হয়েছে বিরাট সাদা ক্যানভাস। তাতে লাল রঙ দিয়ে লেখা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস। সেখানেই বিচারের দাবিতে চলছে গণস্বাক্ষর।
নারীসুরক্ষা নিয়ে বার্তা পুজোমণ্ডপে
সাদা ক্যানভাসে দর্শনার্থীরা এসে স্বাক্ষর করছেন বিচারের দাবিতে। পাশাপাশি নারীসুরক্ষা নিয়ে বিরাট বার্তা দেওয়া ব্যানার ঝোলানো হয়েছে মণ্ডপের প্রবেশ দ্বারে।
এই উদ্যোগের প্রশংসা নাগরিক সমাজের
গণেশ চতুর্থীতেও নির্যাতিতার বিচারের দাবিতে সরব পুজো উদ্যোক্তারা। তাঁদের বিচারের দাবিতে উদ্যোগের প্রশংসা দর্শনার্থীদের। অনেকেই স্বাক্ষর করছেন ক্যানভাসে।
পুজোর আনন্দে বিষাদের সুর
নির্যাতিতার নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা বাঙালি সমাজকে। বিচারের দাবিতে তাঁরা পিছু হঠতে নারাজ। এই অবস্থায় গণেশ পুজোতেও আনন্দের বদলে বিষাদের সুর।