-
অফুরান আনন্দ। প্রায় এক বছরের ব্যবধান শেষে আজ থেকেই খুলছে স্কুল। ফের পাশাপাশি বসা, এক সঙ্গে টিফিন খাওয়া, খুনসুটি, আরও কত কি। এযেন ছন্দে ফেরার খুশি। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি অধিকাংশ স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় কয়েক লক্ষ্য পড়ুয়া ক্লাসে ফিরছে।
-
তবে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কমলেও এখনও সম্পূর্ণ কাটেনি। তাই স্কুল খুললেও সংশয় থেকেই যাচ্ছে। চিন্তিত অভিভাবকরা। এরই মধ্যে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। ফলে দীর্ঘদিন পর স্কুলে যাওয়ার আনন্দর সঙ্গে যুক্ত হয়েছে যানবাহন নিয়ে আশঙ্কা।
-
যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘স্কুল খোলার দিন যদি কেউ বনধ ডাকে তবে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরব না। সবাইকে বলে দেওয়া হয়েছে, কোভিড বিধি কঠোরভাবে পালন করতে হবে ৷ এর অন্যথা করা যাবে না ৷ সরকার সব কিছু নিয়ে প্রস্তুত আছে।’
-
করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার কথা আগেই স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল শিক্ষা দফতর। সেই নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীদের দূরত্ববিধি মানতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। সবাইকে পরতে হবে মাস্ক। ক্লাসরুমে সব সময় দূরত্ববিধি মানতে হবে পড়ুয়াদের। কোনও ক্লাস ঘরে বেশি ছাত্রছাত্রী হয়ে গেলে তাদের জন্য পৃথক ঘরের ব্যবস্থা করতে হবে।
-
এক সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীকে প্রার্থনা সভায় হাজির থাকতেও নিষেধ করা হয়েছে। সহপাঠীর টিফিন বা জল খাওয়া যাবে না। সহপাঠীর বই, ব্যাগ বা অন্য জিনিসপত্র ছোঁয়া যাবে না। স্কুল চত্বরে জড়ো হওয়া যাবে না। স্কুলে অভিভাবকরা ঢুকতে পারবেন না।
-
কিন্তু, সরকারি, বিশেষ করে গ্রামের সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলগুলোতে সরকারি নির্দেশিকা মান্য করার সুযোগ কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে সব স্কুলে ছাত্র সংখ্যা প্রচুর তাদের পক্ষে বিভিন্ন ক্লাসে ভাগ করা কঠিন। শিক্ষক কম হলে ভাগ করে করা অসুবিধা। নিয়মিত স্যানিটাইজেশনে বিপুল খরচ, তাতে ফান্ড কে দেবে? ঝাড়ুদার নিয়োগ করার খরচ কে জোগাবে? তাই স্কুল খোলা,স্কুলে যাওয়া, সংক্রমণকে এড়ানো- সবকিছু নিয়েই পড়ুয়া ও তাদের অভিভাবকদের মনে সংশয় রয়েছে।
বনধ-করোনা সংশয়, তার মধ্যেই আজ থেকে খুলছে স্কুল, কোন কোন নিয়ম মানা বাধ্যতামূলক?
অফুরান আনন্দ। প্রায় এক বছরের ব্যবধান শেষে আজ থেকেই খুলছে স্কুল।
Web Title: School reopening on today in bengal after lockdown