New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/School-Open-Main.jpg)
করোনাতঙ্ক কাটিয়ে ফের বাজবে ক্লাসের ঘণ্টা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে স্কুলে স্কুলে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘ কয়েক মাস পর খুলছে রাজ্যের সমস্ত স্কুল। আগামিকাল, মঙ্গলবার থেকে ফের বাজবে স্কুলের ঘণ্টা। আর ভার্চুয়াল নয়, সশরীরে স্কুলে যাবে পড়ুয়ারা। তার আগেই রাজ্যের সমস্ত স্কুলে চলছে প্রস্তুতি। বারাসতের একটি স্কুলে শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ সংক্রমণের দুটি ঢেউ পেরিয়ে মঙ্গলবার থেকে পুরোদমে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তাই সেদিন অর্থাৎ ১৬ নভেম্বরকে স্মরণ রাখতে স্কুল গেটে পড়ুয়াদের ফুল-পেন দিয়ে স্বাগত জানাবে রাজ্য। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ আনুষ্ঠানিক স্কুল খোলার ঘোষণার পর থেকেই সাফাই অভিযান চলেছে স্কুল চত্বর এবং ক্লাসরুমে। তারপরেও বিধি মেনে একাধিক নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দফতর। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ১৬ নভেম্বর থেকেই খুলবে রাজ্যের সমস্ত স্কুল। সরকারের পূর্ব ঘোষণাকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্কুল খুললেও করোনাবিধি মেনে হবে ক্লাস। রাজ্যের ঘোষণা মতো ১৬ নভেম্বর স্কুল খুলতে কোনও বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ রাজ্য সরকার হাইকোর্টকে জানিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চললে ১৫ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকবে। প্রতিদিন ১০ মিনিট করে কোভিডবিধি নিয়ে সচেতন করা হবে পড়ুয়াদের। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ ক্লাস চালু হলে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক সংগঠন কারও কোনও অসুবিধা হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারে। কোনও স্কুলের সমস্যা হলে তারা সরাসরি রাজ্য সরকারকে জানাতে পারবে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ স্কুল খোলার বিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে নবান্না। স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের মধ্যে ৪-৫ ফুটের ব্যবধান রাখতে হবে। বিশেষ নিরাপত্তাকর্মী সেই কাজ তদারকি করবে। স্কুলের থেকে একজন থাকবেন, যার কাজ পড়ুয়ারা মাস্ক পরছে কিনা নিশ্চিত করা। স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতেও সেই ব্যক্তি তদারকি করবেন। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ স্কুলগেটে থাকবে থার্মাল গান, স্যানিটেশন স্প্রে। ক্লাসরুমে দুই পড়ুয়ার মধ্যে তিন ফুটের ব্যবধান রাখতে হবে। সেই ভাবেই বসাতে হবে বেঞ্চ। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ