-
বীরভূমে ভোটের আগে শনিবার তারাপীঠের মন্দির দর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো
-
করোনা বিধি মনে মুখে মাস্ক পরে তারা মায়ের পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো
-
এদিন প্রথমে বোলপুরে গীতাঞ্জলি অডিটোরিয়ামে বীরভূমের ১১ জন দলীয় প্রার্থীর সমর্থনে ভার্চুয়াল সভা করেন তৃণমূল সুপ্রিমো। এক্সপ্রেস ফটো
-
পুজো দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বাংলার প্রতিটি মানুষের মঙ্গল কামনায় আজ তারাপীঠে মায়ের কাছে প্রার্থনা করলাম। মায়ের আশীর্বাদে সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার, জরামুক্ত হয়ে উঠুক ধরণী।” এক্সপ্রেস ফটো
-
তিনি আরও বলেছেন, “বাংলায় সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির বুনিয়াদ, বিনাশ হোক সকল অশুভ শক্তির। বাংলার অঙ্গনে জ্বলে উঠুক শান্তি ও সম্প্রীতির মঙ্গলদীপ। ঘরে ঘরে বিরাজ করুক অপার শান্তি।” এক্সপ্রেস ফটো
-
তারা মায়ের পায়ে মাথা ঠেকিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফটো
-
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একঝলক দেখতে বহু মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন মন্দির প্রাঙ্গণে। এক্সপ্রেস ফটো
তারা মায়ের চরণে শরণ, রাজ্যবাসীর মঙ্গল কামনায় তারাপীঠে পুজো মমতার
করোনা বিধি মনে মুখে মাস্ক পরে তারা মায়ের পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Web Title: See glimpses of cm mamata banerjee doing puja in tarapith kali temple