-
রাজ্য সরকারের টনক নড়লেও সুরাহা হয়নি কোনও কিছুরই। এই নিয়ে চার বার অনশনকারীদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক হল। মন্ত্রীর আশ্বাস, জটিলতা কাটাতে আগামী বছর থেকে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র নিয়োগ পদ্ধতি অনেক বেশি সহজ সরল করা হবে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
পার্থ চট্টোপাধ্যায় এসএসসির চাকরিপ্রার্থীদের বলেন, সরকার “অমানবিক” নয়। স্কুল সার্ভিস কমিশনের আওতায় কর্মপ্রার্থীদের কাছে অনশন তুলে নেওয়ার আবেদন জানানো হচ্ছে বারবার। অনশন তুলে নিতে শনিবার দুপুরে চিঠি নিয়ে পুলিশও এলেও তবুও চাকরিপ্রার্থীরা অনশনে অনড়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
অবস্থানকারীদের তরফ থেকে জানানো হয়েছে যতক্ষণ তাঁদের চাকরির ব্যাপারে কোন সুরাহা না হবে ততদিন পর্যন্ত এভাবেই থাকবেন তাঁরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
শুক্রবার দুপুরে অনশনকারীদের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
এই সাক্ষাতে কোনও সমাধানসূত্র না বের হওয়াতে এখনও তাঁরা অনশন চালিয়ে যাচ্ছেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
উঠল অনশন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ -
অনশনকারীদের অভিযোগ দু’দিনের মধ্যে লিখিত ভাবে দিতে বলা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। নতুন করে গঠন করা এই কমিটি সেই সব অভিযোগ পরীক্ষা করবে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
কোনওরকমভাবে অনশনকারীদের অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে ১৫ দিনের মধ্যে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
অনশনকারীদের তরফ থেকে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা এই অভিযোগ জমা দেবেন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ -
গত ২৮ ফেব্রুয়ারি থেকে কলকাতার রাজপথে অনশনে বসেছেন প্রায় ৩৫০ যুবক-যুবতী। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে অনশন আন্দোলন। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
তিনজন অন্তঃসত্ত্বার মধ্যে একজনের গর্ভপাতও হয়ে গিয়েছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
ডেঙ্গুতে আক্রান্ত তিনজন। ৮২ জন গুরুতর অসুস্থ। ইতিমধ্যে ১০০জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
শুক্রবার বিকেলবেলা কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলেছে মহানগরে। বাদ যায়নি ধর্মতলা চত্বরও। তাতেও অনড় ছিলেন অবস্থানকারীরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
-
এত কিছুর পরেও লিখিত আশ্বাস না মিললে অনশন উঠবে না বলে স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারীরা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
