New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/SSC-COVER.jpg)
কলকাতার রাজপথে অনশনে ৩৫০ স্কুল সার্ভিস চাকরি প্রার্থী। ছবি: শশী ঘোষ
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শূন্যপদ পূরণের দাবিতে ধর্মতলার মেয়ো রোডে অনশনে বসেছেন চাকরি প্রার্থীরা। ছবি: শশী ঘোষ গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে অনশনে। ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কিছু অনশনকারী। ছবি: শশী ঘোষ গত ১০ দিনে এখন পর্যন্ত ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। ছবি: শশী ঘোষ চাকরি প্রার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি না মেনে নিচ্ছে সরকার, ততক্ষণ তাঁদের এই অনশন কর্মসূচি চলবে। ছবি: শশী ঘোষ কেউ সন্তানসম্ভবা, কেউ কোলে শিশু নিয়ে বসে। তবুও দাবীতে অনড় তাঁরা। ছবি: শশী ঘোষ রাণী সোরেন। কোলে এক বছর তিন মাসের কঙ্কন। সঙ্গে এসেছেন স্বামী কান্তলাল হেমব্রম। কেউ সন্তানসম্ভবা, কেউ কোলে শিশু নিয়ে বসে। তবুও দাবীতে অনড় তাঁরা। ছবি: শশী ঘোষ বিপিইএড পাস রাণী সোরেন শুধু নন, একইসঙ্গে সাড়ে তিনশোজন লাগাতার অনশনে বসেছেন এসএসসি-র মাধ্যমে নিয়োগের দাবিতে। ছবি: শশী ঘোষ তিনজন গর্ভাবস্থায় অনশনে বসেছেন। ছবি: শশী ঘোষ অনশনকারীদের আন্দোলন দানা বাঁধার পিছনে কোনও রাজনৈতিক ইন্ধন নেই বলেই তাঁদের দাবি। তিনজন গর্ভাবস্থায় অনশনে বসেছেন। ছবি: শশী ঘোষ ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সোশ্যাল মিডিয়ার হাত ধরেই এই সংগঠন তৈরি হয়েছে। ছবি: শশী ঘোষ 'এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চ’ গঠন করে স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে নেমেছেন সদস্যরা। ছবি: শশী ঘোষ আন্দোলনকারীদের দাবি, কোনও মেরিট তালিকা প্রকাশ করা হয়নি। 'এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চ’ গঠন করে স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে নেমেছেন সদস্যরা। ছবি: শশী ঘোষ এসএসসি নিয়োগে দুর্নীতি হচ্ছে। ইন্টারভিউতে ডাকার কোনও নিয়ম মানা হয়নি, দাবি আন্দোলনকারীদের। ছবি: শশী ঘোষ রাজ্যে ৬০-৭০ হাজার শিক্ষকের পদ শূন্য থাকলেও কোনও নিয়োগ করছে না রাজ্য সরকার, বলছেন মঞ্চের সদস্যরা। ছবি: শশী ঘোষ