কলকাতার রাজপথে 'ডিটেনশন ক্যাম্প', মিছিলে মুখর ছাত্ররা

সোমবার কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করে। কলেজ স্কোয়ার এই মিছিল শুরু হয়ে যায় রাণী রাসমণি পর্যন্ত।

সোমবার কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করে। কলেজ স্কোয়ার এই মিছিল শুরু হয়ে যায় রাণী রাসমণি পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NRC, এনারসি, CAB, ক্যাব, CAA, সিএএ, West Bengal, পশ্চিমবঙ্গ, Kolkata, কলকাতা, Protest, প্রতিবাদ, Student, ছাত্রদের মিছিল

সোমবার কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মিছিল করে। কলেজ স্কোয়ার এই মিছিল শুরু হয়ে যায় রাণী রাসমণি পর্যন্ত। দলহীন ঐক্যবদ্ধ মিছিলের জমায়েত ছিল চোখে পড়ার মত। এই মিছিলে ছাত্রদের পাশাপাশি যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। ছবি- শশী ঘোষ

nrc Citizenship Amendment Act caa