-
কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার পথে নামল বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। এদিন কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই মিছিলের গন্তব্য ছিল রানি রাসমনি অ্যাভিনিউ। এদিনের রাজনৈতিক রঙহীন ঐক্যবদ্ধ মিছিলের জমায়েত ছিল চোখে পড়ার মতো। এই মিছিলে ছাত্রদের পাশাপাশি যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। ছবি- শশী ঘোষ
-
সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি এবং জাতীয় জনসংখ্যাপঞ্জির (এনপিআর) বিরোধিতায় এই মিছিলে যোগ দিতে জেলা থেকেও এসেছিলেন বহু ছাত্র। ছবি- শশী ঘোষ
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলন লাগাতার জারি থাকবে, এদিন এমনই বার্তা দেয় ছাত্রসমাজ। ছবি- শশী ঘোষ -
মিছলের ব্যানার আর প্ল্যাকার্ডে লেখা ছিল, এই আইন নতুন করে দ্বিজাতি তত্ত্বের ধারণাকে সামনে নিয়ে আসছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ছবি- শশী ঘোষ
-
কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্যেই এই আইন নিয়ে এসেছে, দাবি মিছিলের। ছবি- শশী ঘোষ
-
প্রতীকী ডিটেনশান ক্যাম্পও দেখা গিয়েছে এদিনের প্রতিবাদ মিছিলে। ছবি- শশী ঘোষ
-
এই মুহূর্তে গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন চলছে। ছাত্র বিক্ষোভ এই আন্দোলনে নয়া মাত্রা যোগ করেছে। এমন আবহেই কলকাতার পথ ফের ছাত্রদের স্লোগানে মুখরিত হল। ছবি- শশী ঘোষ
-
এদিনের মিছিল থেকে এক পড়ুয়া বলেন, দেশের এই ফ্যাসিস্টদের রুখতেই হবে। প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত তরুণরা। ছবি- শশী ঘোষ
-
শান্তিপূর্ণ এই মিছিলকে কলকাতার পথ চলতি মানুষের একাংশ সমর্থন জানিয়েছে। ছবি- শশী ঘোষ
