-
বাংলায় সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। তাই আগামী ১৬ জুন থেকে ভক্তদের জন্য খুলছে হচ্ছে তারাপীঠের মন্দির। সেবাইতদের বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে ভক্তদের কঠোর করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ মানতে হবে।
-
ন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তোলা যাবে না কোনও সেলফি।
-
মায়ের বিগ্রহকে স্পর্শ করা যাবে না। এছাড়া মেনে চলতে হবে করোনা সংক্রান্ত অন্যান্য সতর্কতাও।
-
করোনার দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হয়ে গিয়েছিল মা তারার মন্দির। এই সময় কেবল সেবাইতদেরই পালা করে মায়ের পুজো করার অনুমতি ছিল। তবে মন্দিরের দ্বার বন্ধ থাকলেও ভিডিও কলের মাধ্যমেই মায়ের দর্শন করছিলেন ভক্তরা। এমনকী পুণ্যার্থীদের দাবি মেনে ভিডিও কল করে তাঁদের নাম, গোত্র ধরে পুজোও দেওয়ার পদ্ধতি চালু হয়।
-
তারাপীঠ মন্দির কমিটির এই ঘোষণার পরই ভক্ত থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া।
