ইমেলের যুগে ডাকবাক্সরা ধুলায় মলিন

বাড়ির সদর দরজায় লেটারবক্স ঝোলানো থাকলেও এখন তেমন কোনও চিঠি আসে না। উত্তর কলকাতার বেশীরভাগ বাড়ির সামনে লেটারবক্সগুলো দেখা গেলেও, কিছু কিছুর ভগ্ন প্রায় দশা।

বাড়ির সদর দরজায় লেটারবক্স ঝোলানো থাকলেও এখন তেমন কোনও চিঠি আসে না। উত্তর কলকাতার বেশীরভাগ বাড়ির সামনে লেটারবক্সগুলো দেখা গেলেও, কিছু কিছুর ভগ্ন প্রায় দশা।

author-image
IE Bangla Web Desk
New Update
ডাকবাক্স, wooden letter box, লেটারবক্স, letter box, postman, ডাকপিয়ন, post office, পোস্ট অফিস, Kolkata post office, জিপিও, Kolkata GPO, লেটার, GPO, চিঠি, Letter, কলকাতা, Kolkata,পশ্চিমবঙ্গ, West bengal, করোনা, Corona, কোভিড-১৯, Covid- 19

হারিয়ে গিয়েছে কালি, কলমের লেখা সেসব চিঠি। হারিয়ে যাচ্ছে হলুদ,লাল, নীল খামে প্রিয়জনকে লেখা সেই আবেগ। শহর থেকে অজপাড়াগাঁ সব জায়গায় পৌঁছে গেছে টেকনোলজি। যখন যার ইচ্ছে প্রিয়জনের সঙ্গে বার্তা আদান-প্রদানে চিঠির বদলে ভরসা এখন নতুন নতুন প্রযুক্তি। ফুরিয়ে গেছে ডাকঘরের মাধ্যমে চিঠি পাঠানো কিংবা টেলিগ্রাম পরিসেবার প্রয়োজনীয়তা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

kolkata