/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/Wooden-letter-box.jpg)
হারিয়ে গিয়েছে কালি, কলমের লেখা সেসব চিঠি। হারিয়ে যাচ্ছে হলুদ,লাল, নীল খামে প্রিয়জনকে লেখা সেই আবেগ। শহর থেকে অজপাড়াগাঁ সব জায়গায় পৌঁছে গেছে টেকনোলজি। যখন যার ইচ্ছে প্রিয়জনের সঙ্গে বার্তা আদান-প্রদানে চিঠির বদলে ভরসা এখন নতুন নতুন প্রযুক্তি। ফুরিয়ে গেছে ডাকঘরের মাধ্যমে চিঠি পাঠানো কিংবা টেলিগ্রাম পরিসেবার প্রয়োজনীয়তা। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ