-
নামেই সারসত্য! 'সহজ পাঠ'। সহজভাবে পাঠযোগ্য যা, সেই বই সকলের কাছে সুখস্মৃতি তূল্য। স্মৃতিবিজড়িত শৈশব ফেরাতে যাত্রাপথকেই বেছে নিল রেল। দৃষ্টিদূষণ কমিয়ে একটুকরো ভালো লাগাকে ছড়িয়ে দিতে এবার সহজ পাঠ-এই ভরসা রাখল রেল। ছবি: শশী ঘোষ
-
সহজ পাঠ বলতেই যে ছবিটা সবার আগে মনে পড়ে, তা হলো সাদা-কালোয় আঁকা ছবি এবং ছন্দময় ছড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট বাংলা ভাষা শেখার এই বই আজও বর্ণপরিচয়ের পরই স্থান পায়। ছবি: শশী ঘোষ
-
তাই সেই সুখপাঠ্যকেই চলার পথের সঙ্গী করে তুলেছে রেল। যাত্রাপথের একঘেয়েমি কাটাতে এর থেকে ভালো উপায় আর কী হতে পারে বাঙালির কাছে? ছবি: শশী ঘোষ
-
রেলের আধিকারিকদের মত, অযাচিত বিজ্ঞাপন ঠেকাতেও সাহায্য করবে এই নান্দনিক সৃষ্টি। ছবি: শশী ঘোষ
-
সহজ পাঠে আঁকা নন্দলাল বসুর ছবি এবং রবীন্দ্রনাথের লেখা ছড়াগুলি দিয়েই সাজিয়ে তোলা হচ্ছে রেলের কামরাগুলিকে। ছবি: শশী ঘোষ
-
চিত্রশিল্পীরা লকডাউনে লোকাল ট্রেনের বগিতে কাজ করার জন্য প্রচুর সময়ও পেয়েছেন। ছবি: শশী ঘোষ
-
এখনও পর্যন্ত একটি ট্রেনের দুটি বগিতে সহজ পাঠের বিশেষ কয়েকটি অংশ চিত্রায়িত করা হয়েছে। ছবি: শশী ঘোষ
-
রেলের আধিকারিকরা জানিয়েছেন এরপর একে একে ট্রেনের সবকটি কামরাকেই সাজিয়ে তোলা হবে এইভাবে। ছবি: শশী ঘোষ
-
দিনের শুরুতে হোক কিংবা শেষে, যাত্রীদের জন্য রেলের এই অভিনব উদ্যোগকে পরবর্তীতে স্বাগত জানাবেন যাত্রীরা, মনে করছেন রেল আধিকারিকরা। ছবি: শশী ঘোষ
-
কিংবদন্তী নন্দলাল বসুর 'উডকাট' সম্বলিত সেই আদি অকৃত্রিম মলাট। ছবি: শশী ঘোষ
