নির্ভয়াকাণ্ডে চার দোষীর মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি সকাল সাতটায় ফাঁসির নির্দেশ দিল আদালত। ফাঁসি হবে পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংয়ের।
জেএনইউকাণ্ডে ঐশী ঘোষ-সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। হামলার দু’দিন পার, এখনও গ্রেফতার করা হল না কোনও অভিযুক্তকে। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কমিটি ছাড়লেন অধ্যাপক সি পি চন্দ্রশেখর। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
জেএনইউকাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘যাঁকে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব আঘাত লেগেছে। সাজানো ঘটনা। সহানুভূতি আদায়ের জন্য নয় তো? রক্ত না লাল রং?’’। দিলীপকে মানবিক হতে বার্তা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। দিলীপকে বিঁধে নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, ‘‘উনি পাগল’’।
ভাটপাড়ার পুরসভা দখল ঘিরে নাটক অব্যাহত। ৫ দিনের ব্যবধানে ফের অর্জুন সিং শিবিরকে ‘ধাক্কা’ দিল তৃণমূল। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারের আস্থাভোটেও ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা ‘পুনর্দখল’ করল বলে দাবি করল তৃণমূল। গত ২ জানুয়ারির মতো এদিনের ভোটাভুটিতেও অংশ নেয়নি বিজেপি।
মার্কিন বিমানহানায় নিহত ইরানের সামরিক জেনারেল কাশিম সোলেইমানির শেষকৃত্যের শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর প্রকাশ করেছে। ছবি: টুইটার।