-
সিএএ বিক্ষোভের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে এদিন মোদীর সঙ্গে বৈঠক শেষে মমতা বলেন, ‘‘সিএএ,এনআরসি নিয়ে আপনারা ভাবুন ফের। আমি বলেছি, সিএএ-এনআরসি বাতিল করা হোক’’।
-
বিক্ষোভের মধ্যেই কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন চলে। সিএএ বিরোধী বৈঠকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর।
-
মোদীর সঙ্গে বৈঠকের পর টিএমসিপিএর ধর্নায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘যারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে, তারা বিজেপির সবথেকে বড় দালাল, আমি তাদের সঙ্গে নেই। প্রধানমন্ত্রীকে বলে এসেছি, আমরা সিএএ মানব না, এনআরসি মানব না। তৃণমূল তৃণমূলের মতো লড়াই করবে। আমরা শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাব’’।
-
বাজেট নিয়ে নিজের মত প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী বলেন, দেশের আর্থিক ঘাটতি ইতিমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে অনেক আগেই। সেই ঘাটতি আরও বাড়তে বিশেষ বেগ পেতে হবে না।
-
মিসাইল ছুড়ে ইউক্রেনের বিমান ধ্বংস করার অভিযোগ উড়িয়েছিল তেহরান। তবে, শনিবার সেই দাবি থেকে সরে এসে দোষ কবুল করল ইরান। তেহরান জানিয়েছে, ‘অনিচ্ছাকৃতভাবেই’ ইরানি সেনার আক্রমণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ধ্বংস হয়েছে। এই দুর্ঘটনা ‘ভুলবশত’ বলে দাবি করেছে ইরান।
