New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/top-5-LEAD-4.jpg)
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
সুপ্রিম কোর্টের রায়ের পর প্রাণভিক্ষার আর্জি জানাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন নির্ভয়াকাণ্ডের ফাঁসির আসামী মুকেশ সিং, সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় দু’জন মৃত্যুদণ্ডপ্রাপ্তের কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ‘গুলি মন্তব্যে’ বড় বিপাকে দিলীপ ঘোষ। রানাঘাট থানায় বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল। প্রথম রাজ্য হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করল কেরালার পিনারাই বিজয়ন সরকার। সিএএ-কে অসাংবিধানিক ঘোষণা করা হোক, সর্বোচ্চ আদালতে এই আর্জিই জানিয়েছে কেরালার বাম সরকার। ‘রামায়ণে উড়ন্তযানের কথা বলা রয়েছে...অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল’, এমন আজব মন্তব্যই করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার বিজেপি নেতার রোষে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। ‘সাক্ষর লোকেদেরও যে শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে, তার একদম আদর্শ উদাহরণ’, এ ভাষাতেই নাদেলাকে বিঁধেছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি।