
নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি পিছোল দিল্লির আদালত। চলতি বছরের ১ ফেব্রুয়ারি কার্যকর করা হবে মৃত্যুদণ্ড। নতুন করে নির্দশিকা জারি করে জানাল আদালত। আগামী ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসির দিন ঠিক করা হয়েছিল। ক’দিন আগে দিল্লির আপ সরকার হাইকোর্টে জানিয়ে দেয় যে ওই দিন ফাঁসির আদেশ কার্যকর করা যাবে না।


দরজায় কড়া নাড়ছে কলকাতার পুরভোট। এর আগেই কলকাতা পুরসভার সংরক্ষণের ওয়ার্ড তালিকা প্রকাশ করা হল শুক্রবার। এই তালিকা সামনে আসতেই দেখা যাচ্ছে, সংরক্ষণের জেরে ওয়ার্ড হাতছাড়া হতে চলেছে বহু কাউন্সলিরের। সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ওয়ার্ড হারাতে চলেছেন একগুচ্ছ প্রভাবশালী কাউন্সিলরও।


পাক অধিকৃত কাশ্মীরে গণভোট করানোর কথা বললেন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানকার অধিবাসীরা পাকিস্তানের সঙ্গে থাকতে চান, নাকি স্বাধীনতা চান? তা স্পষ্ট করতেই পাক অধিকৃত কাশ্মীরিদের গণভোটের অধিকার দিতে উদ্যোগী ইসলামাবাদ।