-
নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি পিছোল দিল্লির আদালত। চলতি বছরের ১ ফেব্রুয়ারি কার্যকর করা হবে মৃত্যুদণ্ড। নতুন করে নির্দশিকা জারি করে জানাল আদালত। আগামী ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসির দিন ঠিক করা হয়েছিল। ক’দিন আগে দিল্লির আপ সরকার হাইকোর্টে জানিয়ে দেয় যে ওই দিন ফাঁসির আদেশ কার্যকর করা যাবে না।
জাতির জনক মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়ার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানাতে বলল দেশের সর্বোচ্চ আদালত। -
দরজায় কড়া নাড়ছে কলকাতার পুরভোট। এর আগেই কলকাতা পুরসভার সংরক্ষণের ওয়ার্ড তালিকা প্রকাশ করা হল শুক্রবার। এই তালিকা সামনে আসতেই দেখা যাচ্ছে, সংরক্ষণের জেরে ওয়ার্ড হাতছাড়া হতে চলেছে বহু কাউন্সলিরের। সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, ওয়ার্ড হারাতে চলেছেন একগুচ্ছ প্রভাবশালী কাউন্সিলরও।
সিএএ বিরোধিতায় এবার কেরালার বাম সরকারের পথে হাঁটল পাঞ্জাবের কংগ্রেস সরকার। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে শুক্রবার বিধানসভায় প্রস্তাব পেশ করল ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সরকার। বিধানসভায় অমরিন্দর সিংয়ের প্রস্তাবকে সমর্থন করেছে তারা। যদিও সংসদে সিএএ-র সমর্থনেই ভোট দিয়েছিল শিরোমণি অকালি দল। -
পাক অধিকৃত কাশ্মীরে গণভোট করানোর কথা বললেন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানকার অধিবাসীরা পাকিস্তানের সঙ্গে থাকতে চান, নাকি স্বাধীনতা চান? তা স্পষ্ট করতেই পাক অধিকৃত কাশ্মীরিদের গণভোটের অধিকার দিতে উদ্যোগী ইসলামাবাদ।
