দিল্লি পুলিশের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হল। ৩ মাসের জন্য দিল্লিতে লাগু জাতীয় সুরক্ষা আইন। আপৎকালীন পরিস্থিতিতে কাউকে আটক করার ক্ষমতা দেওয়া হল। -
দিলীপ ঘোষকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা ঘিরে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতিকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রেয়াপাড়ার কাছে ব্যারিকেড করে পুলিশ।ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ উঠেছে। ছবি: ফেসবুক।
কলকাতায় পা রেখে সিএএ-এনআরসি ইস্যুতে মমতাকে নাম না করে একজোট হওয়ার বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম। চিদাম্বরম বলেন, “সিএএ-এনআরসি ইস্যুতে আমরা চেষ্টা করছি বিরোধী ঐক্য গড়তে। কয়েকটি দল আলাদা আলাদা লড়ছে। আশা করছি, একদিন সকলে জোটবদ্ধ হয়ে লড়বে।” একইসঙ্গে চিদাম্বরম এদিন বলেন, “কেউ আলাদা লড়েছে, আর কেউ একসঙ্গে লড়ছে এটা বড় কথা নয়, সকলে লড়াই করছি এটাই বড় কথা।” ছবি: পার্থ পাল। -
গাড়ি দুর্ঘটনায় আহত হলেন অভিনেত্রী শাবানা আজমি। শনিবার বিকেলে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে শাবানার গাড়ি। জানা যায়, অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক।
-
হাওয়ালা মামলায় এবার মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। কালীঘাট থানায় বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন মমতাকে বিঁধে মুকুল বলেন, ‘‘এই সরকারের পতন হবেই’’।
