-
বহু প্রতীক্ষীত শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু উদ্বোধনের দিনই বিতর্কে জড়ালেন আমেঠীর সাংসদ। তাঁর পাশে যাঁকে দেখা গেল তিনিই বিতর্কের কেন্দ্রবিন্দু। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
ঝাঁ-চকচকে মেট্রো স্টেশনের উদ্বোধন করার আগে শিয়ালদহে পা রাখেন স্মৃতি। সোমবার স্টেশনের নবনির্মিত চলমান সিঁড়ি দিয়ে নামার সময়ে তাঁর পাশে দেখা গেল বিতর্কিত বিজেপি নেতা সুবীর নাগকে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
এই ছবি ঘিরে বঙ্গ বিজেপিতে শোরগোল পড়ে গিয়েছে। হুগলি জেলার বহু চর্চিত এই নেতার সঙ্গে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের আদায়-কাঁচকলা সম্পর্ক। আর তিনি-ই কি না কেন্দ্রীয় মন্ত্রী গা ঘেষে ঘুরলেন সরকারি অনুষ্ঠানে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
সাদা হাফ পাঞ্জাবিতে সুবীর নাগের ছবি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। একসময়ে তিনি ছিলেন হুগলির সাংগঠনিক সভাপতি। একুশের ভোটে হুগলিতে ভরাডুবির পর তাঁকে পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
কিন্তু আসল কারণ ছিল, লকেটের সঙ্গে বিরোধ। নেতৃত্বের কাছে সুবীরের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগও আনেন লকেট। চুঁচুড়ায় তার জন্যই না কি হারেন সাংসদ। লকেটের দাবি ছিল, একুশের ভোটের পর থেকে সুবীরের তৃণমূল ঘনিষ্ঠতা নাকি বাড়ে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
হুগলি বিজেপিতে লকেট-বিরোধী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত সুবীর নাগ। কিন্তু সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁকে দেখা যাওয়ায় অস্বস্তি বেড়েছে বঙ্গ বিজেপির। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
কীভাবে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ঘুরলেন সুবীর, তা নিয়ে খোঁজখবর নিচ্ছে পদ্মশিবির। তিনি-ই নিজেই গিয়েছেন না কি তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পাঠিয়ে লকেটকে বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
