Advertisment

অগ্নিমূল্য বাজার, দামের ছ্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্তের

বাজারে সবজির দাম শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ মধ্যবিত্তদের। একইসঙ্গে চোখ রাঙাচ্ছে আলু। দামের নিরিখে শহরের সমস্ত বাজারে পেঁয়াজকে রীতিমতো টেক্কা দিয়েছে আলু।

author-image
IE Bangla Web Desk
New Update
অগ্নিমূল্য বাজার, দামের ছ্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্তের

লকডাউন চললেও দু’দিন আগে পর্যন্ত শহর থেকে শহরতলীর বাজারে সবজির দাম ছিল অন্তত সাধারণের নাগালের মধ্যে। এখন গোটা দেশে আনলক প্রক্রিয়া চলছে কিন্তু সবজির দাম চলে গিয়েছে হাতের বাইরে। আলু, পটল থেকে ঝিঙে, লঙ্কা— বাজারের সবজিতে হাত দিলেই ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। ব্যবসায়ী‌রা বলছেন, বাজারে এখন সবজির আমদানি কম রয়েছে। এজন্য দাম বেড়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

corona kolkata
Advertisment