-
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক।গত বছরের থেকেও কড়া নিরাপত্তা বলয়ে ২৭ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা।
-
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কক্ষের চিফ ইনভিজিলেটারের ঘাড়ে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। কোনো ভাবে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য সংসদের তরফে রাখা হয়েছে ভেনু সুপার ভাইজার, সেন্টার ইন চার্জ, সেন্টর সেক্রেটারি সহ স্পেশাল মোবাইল অবজারভার।
-
প্রশ্নপত্রের ভিতরে কম্পিউচার জেনারেট বারকোড থাকবে, গত বারের মত থাকবে ম্যানুয়াল ট্র্যাকিং সিস্টেম।
যদি বন্ধ অবস্থায় পরীক্ষার্থীর থেকে মোবাইল পাওয়া যায়, তাহলে সেই দিনের পরীক্ষা বাতিল হবে। আর যদি মোবাইল থেকে টোকাটুকি করছে, এমনটা নজরে আসে তাহলে সেই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। যা বিগত বছরেও ঘটেছিল। -
পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে টয়লেট যেতে পারবেন না শিক্ষক ও পরীক্ষার্থী। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের বাইরে যেতে পারবেন না।
-
প্রতিদিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।
-
২/১২/২০১৯ থেকে ২৪/১২/২০১৯ এর মধ্যে থাকবে ল্যাব প্র্যাকটিকাল পরীক্ষার তারিখ। ১৬/১২/২০১৯ থেকে ২৪/১২/২০১৯ মধ্যে হবে বাকি প্র্যাকটিকাল পরীক্ষা। সংসদ থেকে ঘোষণা করা হয়েছে, কোনো কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার উল্লিখিত তারিখ বদল হলে, তা জানিয়ে দেওয়া হবে।
