লকডাউনে গৃহবন্দি হয়েছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। অবশেষে আনলক-১ পর্যায়ে এসে লকডাউন বিধি মেনে ভক্তদের জন্য আড়াই মাস বাদে খোলা হল মন্দির। এক্সপ্রেস ফোটো-পার্থ পাল
শনিবার সকাল ৭টার সময় খোলা হয় মন্দির। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় ছিল মন্দির চত্বরে।
যদিও মন্দিরে দাঁড়ানোর জন্য সামাজিক দূরত্ব রেখে ছিল নির্দিষ্ট জায়গা।
স্বাস্থ্যবিধি মেনে মন্দির খোলার কথা জানিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। এদিন মন্দিরে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং করা হয় দর্শনার্থীদের।
বর্তমান নিয়মানুসারে পুজোয় ফুল, ফল সিঁদুর কিছুই দেওয়া যাবে না। শুধু মিষ্টি নিবেদন করা যাবে বলে জানা গিয়েছে।
মন্দির খোলার ২০ মিনিট আগে মন্দিরের সিংহদুয়ার খোলা হবে। আর মন্দির বন্ধ হওয়ার ২০ মিনিটের মধ্যেই সিংহদুয়ার বন্ধ করে দেওয়া হবে, এমনটাই খবর।
প্রত্যেক দিন সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল বেলায় ৩টে ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকবে।
তবে আগের মতো মন্দির চত্বরে বসা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ বিধি মেনে সব পুরোহিতদেরই পিপিই কিট পরে কাজ করতে বলা হয়েছে। সব ফোটো- পার্থ পাল