New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/Handicraft-Cover.jpg)
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তিলোত্তমা শহর উত্সব মুখোর বাঙালিকে উত্সাহ দেওয়ার চিরকাল এক ধাপ এগিয়ে রয়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তিলোত্তমা শহর উত্সব মুখোর বাঙালিকে উত্সাহ দেওয়ার চিরকাল এক ধাপ এগিয়ে রয়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ বইমেলা থেকে খাদ্য মেলা। পর্যটন মেলা থেকে হস্তশিল্প মেলা প্রতিবছরই এই সবধরনের মেলা হয় কলকাতার বুকে। গত বছর করোনা আর লকডাউনের জন্যে কিছুটা ছন্দপতন হয়েছিল। এই বছর আবার পুরনো উদ্যামে শুরু গিয়েছে সব মেলা। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ ইতিমধ্যে ২৭ নভেম্বর ইকোপার্কে শুরু হয়ে গিয়েছে 'পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা'-২০২১ চলবে ২০শে ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের প্রায় সবক'টি জেলার হস্তশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ বিভিন্ন হস্তশিল্পের পশরা নিয়ে সাজানো হয়েছে দোকান। রং বেরংয়ের জিনিস নজর কাড়ছে দর্শকদের। ছোটবড় মিলিয়ে প্রায় সাত হাজার স্টল নিয়ে শুরু হয়েছে এই মেলা। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ ২৩টি জেলার বিভিন্ন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। নিজেদের হাতে তৈরি পণ্য এখানে তাঁরা বিক্রি করবেন। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ দফতর সূত্রে জানা গিয়েছে, ৫০টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। প্রতিটিতে রয়েছে প্রায় ৪০টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর ১ এ খোলা মাঠে আরও ৩০০০ হাজার স্টল রয়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ কোথাও বেতের বোনা ধামা-কুলো আবার কোথাও ঘর সাজানোর বাহারি জিনিস ক্রেতার চোখের সামনে নিমেষেই তৈরি করে দেন শিল্পীরা। ইদানিং শহুরে শৌখিন ক্রেতার পছন্দ অনুযায়ী ভোলবদলও ঘটেছে শিল্প সামগ্রীতে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ হস্তশিল্প মেলায় যাঁরা অংশ নেন, তাঁরা সবাই জেলার বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা। কেউ শোলার তৈরি বাহারি ফুল বানাচ্ছে কিংবা কেউ জঙ্গলমহলের টেরাকোটার কাজ করছে এই সব সামগ্রী শোভা বাড়াচ্ছে মেলার। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ রাজ্য সরকার পরিচালিত ইকোপার্কের এই হস্তশিল্প মেলা থেকে অংশগ্রহণকারী শিল্পীদের বাছাই হয়। এরপর দিল্লির জাতীয় মেলায় শিল্পীরা বাংলার গৌরব শিল্পকলা তুলে ধরেন এবং জাতীয় স্তরের স্বীকৃতি অর্জন করেন বাংলার বহু শিল্পী। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ এই লক্ষ্যে নিয়ে এই মেলার সূচনা করে রাজ্য স্তরের হস্তশিল্প মেলা। রাজ্য স্তরের এই মেলা শেষে বাছাই করা শিল্পীদের পরবর্তি গন্তব্য হবে দিল্লির জাতীয় হস্তশিল্প মেলা। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ