Kolkata Weather Today: আবহাওয়ার বিরাট ভোলবদল, এক ধাক্কায় ৩-৪ ডিগ্রি নামবে পারদ, ফের বঙ্গে শীতের আমেজ?

IMD Weather Forecast Update: মার্চের শুরু থেকেই তীব্র গরমে নাকাল হয়েছিলেন বঙ্গবাসী। আবহাওয়ার ভোলবদলে বিরাট স্বস্তি। দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হাললা থেকে মাঝারি বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা।

IMD Weather Forecast Update: মার্চের শুরু থেকেই তীব্র গরমে নাকাল হয়েছিলেন বঙ্গবাসী। আবহাওয়ার ভোলবদলে বিরাট স্বস্তি। দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হাললা থেকে মাঝারি বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Bengal Weather Forecast: বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

IMD Weather Update Today March 23: মার্চের শুরু থেকেই তীব্র গরমে নাকাল হয়েছিলেন বঙ্গবাসী। আবহাওয়ার ভোলবদলে বিরাট স্বস্তি। দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হাললা থেকে মাঝারি বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। ২৩ মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামীকাল সোমবার থেকে পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে। 

Advertisment

টানা কয়েকদিনের দফায়-দফায় বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে। আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। রবিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়ার পাশাপাশি হুগলিরও বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের প্রায় সব জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। মঙ্গলবারের পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। 

আবহাওয়ার বদল কবে থেকে?

আগামী সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার বদল চোখে পড়তে পারে। বৃষ্টির জেরে জেলায়-জেলায় তাপমাত্রাও খানিকটা কমেছে। তবে আগামী সপ্তাহে আবহাওয়ার উন্নতিতে পারদ কিছুটা চড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ রাজ্যের উত্তরের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কমেছে।

Kolkata Weather weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office