পশ্চিমবঙ্গ Photos বসন্তে বৃষ্টি না দাবদাহ? আর্দ্রতার বাড়বাড়ন্তে দিন শুরু শহরের Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 02 Mar 2020 12:21 IST Follow Us New Update এ রাজ্য থেকে বেশ কিছুদিন আগেই পাততাড়ি গুটিয়েছে শীত। ভোরের দিক আর রাত ছাড়া তাঁর আভাস তেমন পাওয়া যায় না। বরং খুলেছে দখিন দুয়ার।বসন্তের শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে। মার্চের শুরুতেও তেমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।সোমবার এবং মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের দাপটে বৃষ্টি হওয়ার ইঙ্গিতও দিয়েছে হাওয়া অফিস।যদিও আজ মূলত পরিষ্কার থাকবে শহরের আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যুনতম ৩৮ শতাংশ।সূর্যের প্রখর তেজে সপ্তাহ শুরুই হয়েছে দাবদাহের সঙ্গে।মার্চের শুরুতে এমন গরমে চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর।তবে রোদ ঝলমলে আকাশ থাকলেও থাকবে না ভ্যাপসা গরম।এদিন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে আর্দ্রতার পরিমান ছিল সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৪১ শতাংশ। weather West Bengal Weather Report Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন