নতুন বছরের শুরুতে সেভাবে আর জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা হচ্ছে না রাজ্যবাসীর। অকালবর্ষণ এবং মেঘলা আকাশের দাপটে রাজ্য থেকে যেন উধাও শীত। মেঘ-রোদের খেলা শেষেই জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে।
মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই রাজ্যে সেভাবে দাপট দেখাতে পারছে না শীত।
যদিও মেঘলা আকাশে রোদের তীব্রতা অনেকটাই কম। এমনকী শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।