পরিষ্কার আকাশ, উত্তুরে হিমেল হাওয়ার সঙ্গে ফের রাজ্যে ফিরল শীতের দাপট। পূর্বাভাস মতোই এক লাফে তিন ডিগ্রি নামল তাপমাত্রার পারদ।
শনিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সর্বত্রই বজায় শীতের কনকনে দাপট। সকাল থেকেই মেঘ কেটে গিয়েছে পৌষের আকাশের।
পৌষের শেষে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও মাঘের শুরুতে শীতের বাধা সেই পশ্চিমী ঝঞ্ঝা।
শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেই তাপমাত্রাই নেমে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। এক রাতেই পারদ নামল প্রায় তিন ডিগ্রি।