মেঘ-বৃষ্টির পর ফের রাজ্যে দাপট দেখাতে শুরু করেছে শীত। রবিবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নামল ৪ ডিগ্রি। মিঠে রোদ, উত্তুরে হাওয়ায় পারদ নামার ইঙ্গিতও রয়েছে।
উত্তুরে হাওয়ার দাপটে শীতের দাপট বহাল থাকবে মঙ্গলবার পর্যন্ত। হিমেল হাওয়ায় আরও নামতে পারে পারদ।
আবহাওয়াবিদদের মত, বহু বছর পর ডিসেম্বর-জানুয়ারি মাসে কলকাতায় এমন পারদ পতন। এবছর রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছে শীত।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশাও দেখা যেতে পারে।
দিনে রোদের মিঠে তেজ আর রাতের হাড়হিম ঠান্ডা নিয়েই আজ দিন কাটবে রাজ্যবাসীর।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে নতুন বছরের শুরুতে রাজ্যে প্রবেশে ধাক্কা খেয়েছে শীত।
রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এক রাতেই পারদ নামল প্রায় চার ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি।
শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫২ শতাংশ।