বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার থেকে ঝোড়ো হাওয়ায় বসন্ত আমেজে দিন কেটেছে রাজ্যবাসীর।
বিকেলের পর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো হাওয়ায় মনোরম ছিল তাপমাত্রা।
রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
সকাল থেকে ঝোড়ো হাওয়ায় এক ঝটকায় কমে যায় ভ্যাপসা গরম।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নেমে গিয়েছে।
কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
চৈত্রের শুরুতে কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির কথাও জানিয়েছে হাওয়া অফিস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যুনতম ৩৮ শতাংশ।
শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।