রবিবারের পর সোমবারও রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
রবিবারের পর সোমবারও রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
চৈত্রের শুরুতে রোদের দাপট থাকলেও, মৃদুমন্দ হাওয়া এবং বৃষ্টির আমেজে তাপমাত্রা কমল শহরের। রবিবারের পর সোমবারও রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
সকালের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে বিকেলের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে কি এখন থেকেই শহরে বাড়বে গরমের দাপট?
এ বিষয়ে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস। তবে কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।
এদিন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।
শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪২ শতাংশ।
কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ।