বিদায় নিল শীত। কলকাতা থেকে চলে গিয়েছে শীত, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, ‘‘শীত চলে গিয়েছে কলকাতা থেকে। কয়েকদিন ধরে শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে থাকলেই আমরা বলে থাকি শীতের বিদায়। এক্ষেত্রেও তাই হয়েছে’’।
আগামী কয়েকদিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির কাছে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রির কাছে।
দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।