মঙ্গলবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
বুধবারও ওই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার ওই জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কখন রোদ, কখনও কালো মেঘে দিন শুরু কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ম তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।