আমফান ঝড়ের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আজ সারাদিনই মেঘে মেঘে কাটবে দিন এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
তবে যে হারে আর্দ্রতা বেড়েছে সেখানে রাজ্যে ফের বৃষ্টি আসার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও হাওয়া অফিসের তরফে এখনও কিছু জানান হয়নি।
মূলত আপেক্ষিক আর্দ্রতা বাড়লে বাতাসে জলীয় বাষ্প ধারণের পরিমান বৃদ্ধি পায়। পাশাপাশি এই উষ্ণ বায়ু উপরে এসে শীতল বায়ুর সংস্পর্শে আসলে বৃষ্টির মেঘ ঘনীভূত হয়।
আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
প্রতীকী ছবি।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭২ শতাংশ।