পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল কলকাতায়।
বৃহস্পতিবার শীতের অকাল বর্ষণে ফের কমল তাপমাত্রার পারদ। আকাশে মেঘ থাকার জন্য দিনের সর্বনিম্ম তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে না কমলেও এক লাফে কমল সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার কার্যত সারা রাত বৃষ্টিতে শুক্রবারও তাপমাত্রার পারদ নেমে গেল স্বাভাবিকের থেকে অনেকটা নীচে।
আজও আংশিক মেঘলা থাকবে কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি মেঘলা আকাশ থাকলেও দাপট বজায় আছে উত্তুরে হাওয়ার। সকালের পর সন্ধ্যেতেও বহাল থাকবে উত্তুরে হাওয়ার দাপট।
শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৪ ডিগ্রি।
বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টির পূর্বাভাস ছিলই শহরে। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ১১.৮ মিলিমিটার
গতকাল সন্ধ্যের পর থেকেই হালকা এবং মাঝারি বৃষ্টি হলেও, দু-এক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে শহরে।
তবে শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কাটতে শুরু করবে বৃষ্টির মেঘ।
তবে মেঘলা আকাশ কাটতেই রাজ্যে দ্বিগুণ দাপট নিয়ে ঢুকে পড়বে শীত। শনিবার তাপমাত্রা পতনের ইঙ্গিতও দিয়েছে আবহাওয়া দফতর।
তবে বাতাসে বৃদ্ধি পেয়েছে জলীয় বাষ্পের উপস্থিতি। মেঘলা আকাশের কারণে বেড়েছে কুয়াশা।
সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বেলা বাড়তেই রোদের মুখ দেখেছে শহর।
হাড়কাঁপানো ঠান্ডায় শীতের ছুটি পুরোদমে উপভোগ করছে শহর