রবিবার সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশে রোদের দেখা পাওয়া গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাতে তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রির কাছাকাছি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
৩০শে ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে। সেই ঝঞ্ঝার প্রভাবেই আবহাওয়ার এমন পরিবর্তন। শুধু কলকাতায় নয়, রাজ্যের বাকি জেলাতেও দাপিয়ে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিল আবহাওয়া অফিস। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠাণ্ডা অনুভূত হবে বলেও জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়্গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মালদা, দুই দিনাজপুর, হুগলি, নদীয়া, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিংপঙে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
'কোল্ড ডে' পরিস্থিতি দক্ষিণের জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। বাংলায় বছরের শুরুতে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। দৃশ্যমানতা ২০০ মিটার এর কাছাকাছি নেমে যাওয়ার সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে
এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছ’ডিগ্রি কম। সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে
বছরের শেষের দিকে হাড় কাঁপানো ঠান্ডা থাকার সম্ভাবনাও রয়েছে, জানিয়েছে আলিপুর। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে