বেশ কয়েক বছর পর মাঘে ফের শীতের দাপট দেখছে রাজ্যবাসী। শুক্রবার থেকেই পাল্লা দিয়ে কমেছে তাপমাত্রা। দিনের বেলাতেও অনুভূত হচ্ছে ঠান্ডার দাপট। সোমবার এক লাফে ফের অনেকটাই কমল তাপমাত্রার পারদ।
কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত পাঁচ বছরে এতটা নিম্মমুখী হয়নি তাপমাত্রা।
আজ পরিষ্কার আকাশে ফের নিম্মমুখী দিনের তাপমাত্রাও।
স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কমল তাপমাত্রা।
সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার পাশাপাশি রাজ্যের অন্য জেলাগুলিতেও পারদ নেমে গিয়েছে বেশ অনেকখানি।