New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/feature-delhi.jpg)
তুষারপাতে ঠকঠকিয়ে কেঁপেছে দেশের উত্তরভাগের রাজ্যগুলি। এক্সপ্রেস ফোটো- গজেন্দ্র যাদব
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather3-3.jpg)
বছর শেষে শীতের দাপট জারি রাজ্যে। উত্তর ভারত থেকে আসা কনকনে উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে মারকাটারি ব্যাটিং করছে শীত। বর্ষশেষেও এমন শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather15-3.jpg)
তবে পশ্চিমী ঝঞ্ঝার আগমন বার্তা জানিয়েছে আলিপুর। ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা ভারী বাতাসের দাপটে বাধা পেতে পারে উত্তুরে হাওয়া। ফের অকাল বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather14-3.jpg)
সোমবার সপ্তাহের শুরু কুয়াশা মাখা সকাল দিয়ে। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাতে তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রির কাছাকাছি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather-delhi1.jpg)
শুধু কলকাতায় নয়, রাজ্যের বাকি জেলাতেও দাপিয়ে ঠান্ডা পড়েছে। রেকর্ড তাপমাত্রা ছিল দিল্লি-সহ উত্তর ভারতে। তুষারপাতে ঠকঠকিয়ে কেঁপেছে দেশের উত্তরভাগের রাজ্যগুলি। এক্সপ্রেস ফোটো- গজেন্দ্র যাদব /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather13-2.jpg)
সোমবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সেই তাপমাত্রা বেড়ে পৌঁছতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather17-2.jpg)
তবে তাপমাত্রা বাড়লেও শীতের অনুভূতিতে কমতি হবে না। আবহাওয়া অফিসের মতে, রাতের তাপমাত্রা বাড়লেও মেঘলা আকাশের জন্য দিনের তাপমাত্রা কমতে পারে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather6-4.jpg)
হাওয়া অফিস সূত্রের খবর, একটি পশ্চিমি ঝঞ্ঝা ফের রাজ্যের দিকে বয়ে আসছে। সেই কারণে নতুন বছরের শুরুতে বৃষ্টির পাশাপাশি রাজ্যে ঢুকতে বাধা পাবে উত্তুরে হাওয়া। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather5-4.jpg)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather4-4.jpg)
এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/weather-delhi3.jpg)
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, নূন্যতম ৪৮ ডিগ্রি সেলসিয়াস।বছরের শেষের দিকে হাড় কাঁপানো ঠান্ডার পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর। এক্সপ্রেস ফোটো- বিশাল শ্রীবাস্তব
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us