তবে রোদের তেজে ও তাপমাত্রা বাড়লে করোনার প্রভাব কমবে এমন খবর শোনা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর পক্ষ থেকে তেমন কিছ জানা যায়নি। এক্সপ্রেস ফটো- পল্লবী দে
তবে রোদের তেজ এবং শোষিত ভিটামিন ডি শরীরে শক্তিবৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
এদিকে এখনও কোনও নিম্মচাপ কিংবা বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
সকাল থেকেই রাজ্যের আকাশে কখনও রোদ, কখনও ঘন কালো মেঘ। গত কয়েকদিন ধরে এমনটাই চিত্র কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার।
কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ।
করোনার দাপটে রাশি রাশি রাঙা হাসি নেই, তবে রোদের দেখা মিলবে।