West Bengal Weather Today: বাংলায় ফের অকাল বৃষ্টির ভ্রূকুটি, কাল থেকে আরও পারদ নামার ইঙ্গিত
West Bengal Weather Forecast, 4 December 2019: উত্তর ভারতে যদি ফের তুষারপাত হয়, তাহলে কলকাতায় আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।
West Bengal Weather Forecast, 4 December 2019: উত্তর ভারতে যদি ফের তুষারপাত হয়, তাহলে কলকাতায় আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।
শনিবারেও কালো মেঘে মুখ ঢাকল শহরের আকাশ। আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বছরের শেষে উত্তুরে হাওয়ায় দাপট বজায় থাকলেও, বছরের শুরুতেই কার্যত গায়েব হল শীত। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে
এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাতে তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। নেই জাঁকিয়ে শীতের সম্ভাবনাও। এখন কেবল পারদ চড়ার ইঙ্গিত রাজ্যে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
কলকাতার পাশাপাশি রাজ্যের বাকি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। এদিকে শীতের রেকর্ড তাপমাত্রা ছিল দিল্লি-সহ উত্তর ভারতে। তুষারপাতে ঠকঠকিয়ে কেঁপেছে দেশের উত্তরভাগের রাজ্যগুলি। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
তবে উত্তর ভারতে যদি ফের তুষারপাত হয়, তাহলে কলকাতায় আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে
এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
যদিও আগামী কয়েকদিন কলকাতা–সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজে ঘাটতি হবে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বৃষ্টির পরই ফের স্বমহিমায় ফিরবে শীত। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
তবে আজ সারা দিনই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পড়বে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে
রবিবার থেকে কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলার তাপমাত্রা নিম্নমুখী হবে। ফলে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাও প্রবল। এক্সপ্রেস ফোটো- পল্লবী দে
এদিন শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ।
শহরে এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৯২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে ২৬.৩ মিলিমিটার। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ