New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Weather-lead-news-1.jpg)
ফাইল ছবি।
মঙ্গলবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ সকাল থেকে আকাশ পরিস্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মেঘের দাপট। এবার সেই ঝোড়ো হাওয়ার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি আশেপাশে। অন্যদিকে রাজ্যের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি। রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন শহর ও শহরতলীর সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ ন্যুনতম ২৪ শতাংশ।