New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/feature.jpg)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই কমেছে বৃষ্টি। এবার ইঙ্গিত পারদ পতনের। সোমবার থেকেই ফের জাঁকিয়ে শীত রাজ্যে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার মেঘলা আকাশের কারণে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে। আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও, নেই বৃষ্টির সম্ভাবনা। রাতের দিক থেকে দ্রুত কমবে তাপমাত্রা। শনিবারই মরসুমের প্রথম তুষারপাতে সাদা চাদরে ঢেকেছে দার্জিলিংয়ের টাইগার হিল। তাপমাত্রা নেমে যায় মাইনাস দুই ডিগ্রীতে। উত্তরের সেই তুষার হাওয়ার দাপট পড়বে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হু-হু করে পারদ নামার সম্ভাবনাও রয়েছে। রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশাও লক্ষ্য করা গিয়েছে। ঠান্ডা হাওয়ার জেরে শীতের আমেজ ভালোই টের পাচ্ছে শহর কলকাতা। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার দাপটে অসময়েই রাজ্যে শুরু হয়েছিল বৃষ্টি। গত সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাড়কাঁপানো ঠান্ডা পড়লেও গত কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। শহরে এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৭ শতাংশ।