New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/weather-feature-1.jpg)
রবিবারের আকাশে রবি দেখা মিললেও। আজ সারাদিনই আংশিক মেঘলা থাকবে আকাশ।
আগামী ২৪ ঘণ্টায় আবারও ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহাল থাকবে গরমের দাপটও। করোনা আবহে এই তাপমাত্রা বৃদ্ধি কতোটা সহায়ক হবে? সেই প্রশ্নই এখন করছেন ঘরবন্দি শহরবাসী। যদিও আগামী বুধ এবং বৃহস্পতিবার ফের বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। মঙ্গলবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আজ সকাল থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ২৬ শতাংশ।