গত কয়েকদিনের মতো আজ শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।
আজ সকাল থেকেই মুখ ভার আকাশের। তবে রবিবারের আগে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
সকাল থেকে ঝোড়ো হাওয়ায় এক ঝটকায় কমে যায় ভ্যাপসা গরম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।