পশ্চিমবঙ্গ Photos রেকর্ড পতন! এক লাফে সাত ডিগ্রি কমল তাপমাত্রা Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 09 Feb 2020 10:54 IST Follow Us New Update বৃষ্টি কমতেই কনকনে হিমেল হাওয়ায় এক লাফে সাত ডিগ্রি কমল দিনের তাপমাত্রা। পূর্বাভাস মতোই দু'দিনের বৃষ্টি মিটতেই পরিষ্কার আকাশে সূর্যের দেখা মিলেছে।গত কয়েকদিন মেঘের দাপটে দিনের তাপমাত্রা কমলেও, সূর্য ডুবতেই রাজ্যে দাপট কায়েম রেখেছিল শীত।আজ পরিষ্কার আকাশে এক ধাক্কায় কমে গেল তাপমাত্রার পারদ।বহু বছর পর এমন কনকনে শীতের চাদর গায়ে জড়িয়ে দিন কাটছে বাংলার।কলকাতার পাশাপাশি জমিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গেও।রবিবারের থেকেই পাহাড় থেকে সমতলে দাপট বাড়ল উত্তুরে হাওয়ার।এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম।গত ২৪ ঘন্টায় কোথাও কোনও বৃষ্টি হয়নি।বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বাধিক ৮৭ শতাংশ, নূন্যতম ৫৭ শতাংশ। weather Weather Report Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন