বেলা গড়ালেই খাঁ খাঁ রোদে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। দিনে গরমে নাজেহাল অবস্থা হলেও রাত বা ভোরে এখনও মালুম হচ্ছে হাল্কা ঠান্ডা। হোলি শেষে কলকাতায় মার্চ মাসের গরমে জল ঢালতে আবারও ঝেঁপে আসছে বৃষ্টি। টানা তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফাইল ছবি।
চৈত্রের শুরুতে রোদের দাপট থাকলেও, মৃদুমন্দ হাওয়া এবং বৃষ্টির আমেজে তাপমাত্রা কমল শহরের। রবিবারের পর সোমবারও রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
রবিবারও রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার থেকে ঝোড়ো হাওয়ায় বসন্ত আমেজে দিন কেটেছে রাজ্যবাসীর।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৩৬ শতাংশ।
রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।
কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৩৬ শতাংশ।